২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৫, ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস’ থেকে আরো ৪টি সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
প্রশ্ন : আকাইদ বলতে কী বুঝ?
উত্তর : আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। এর অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়বিশ্বাসকেই আকাইদ বলা হয়। আল্লাহ, নবী-রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত।
প্রশ্ন : আল্লাহ সহনশীল বুঝিয়ে লিখ।
উত্তর : মানুষ অনেক সময় অপরাধ করে ফেলে। আল্লাহর আদেশ লঙ্ঘন করে। পাপ কাজ করে। আল্লাহ কিন্তু সাথে সাথেই তাকে শাস্তি দেন না। আল্লাহ তায়ালা যদি আমাদের পাপ কাজ করার সাথে সাথে শাস্তি দিতেন, তাহলে আমরা বাঁচতে পারতাম না। তিনি সহনশীলতার পরিচয় দেন। অপরাধীকে অনুতপ্ত হওয়ার সময় দেন। ভালো হওয়ার সুযোগ দেন। পুনরায় পাপ কাজ না করার সংকল্প গ্রহণের বা তাওবা করার সুযোগ দেন। তাই বলা যায়, আল্লাহ সহনশীল।
প্রশ্ন : আল্লাহ সর্বশক্তিমান- ব্যাখ্যা করো।
উত্তর : আল্লাহ নিখিল বিশ্বের সৃষ্টিকর্তা। তিনি সর্বশক্তিমান। আকাশ ও পৃথিবী- এ দুয়ের মাঝে যা কিছু আছে, সবই তাঁর অধীন। তিনি তাঁর ইচ্ছানুযায়ী মানুষকে ক্ষমতা দেন আবার ক্ষমতা কেড়েও নেন। যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আবার তিনিই জীবিত করবেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরিফে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।’ মহান আল্লাহর কাছে আমাদের নিজেকে একান্তভাবে সমর্পণ করা উচিত। কারণ তিনি সর্বশক্তিমান, সকল ক্ষমতার অধিকারী। তাঁর ক্ষমতা অসীম।


আরো সংবাদ



premium cement